মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উম্মে কুলসুম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে বদিউর (৪২) ও তার ছেলে আওয়াল (২২)।শুক্রবার দুপুরে পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট থেকে বদিউরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তবে ছেলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীর ধুলাউড়ি ঘাটে মাছ ধরার সময় বজ্রপাত হয়। এতে বাবা-ছেলের মৃত্যু হয়।

এদিকে শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে নিহতের পরিবারের সদস্যদের কাছে ৪০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু ও ইউপি সদস্য আকতারুল ইসলামসহ অন্যরা।