মারিউপোলে বিজয় দাবি পুতিনের

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক সংবাদ:- ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে নিজেদের বিজয় দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।মারিউপোলের একটি ইস্পাত কারখানায় বেশকিছু ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক অবরুদ্ধ থাকলেও টানা দুই মাস যুদ্ধের পর আজ বৃহস্পিতবার এই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট পুতিন।

ক্রেমলিনের অভ্যন্তরে রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, মারিউপোলে প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধে অবরুদ্ধ থাকা শেষ ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধার সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের কোনও দরকার নেই।পুতিন বলেছেন, মারিউপোলকে ‘স্বাধীন’ করা রুশ সেনাদের জন্য একটি বড় সাফল্য। মারিউপোলকে ‘সফলভাবে মুক্ত’ করতে পারায় রুশ বাহিনীকে অভিনন্দন জানান পুতিন।

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু জানিয়েছেন, প্রায় দুই হাজার ইউক্রেনীয় সেনা এখনও আজোভস্তাল স্টিল প্লান্টের ভেতরে অবস্থান করছেন। ইতোমধ্যেই ওই শহর থেকে এক লাখ ৪২ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।এর আগে, মারিউপোলে একটি ইস্পাত কারখানা রয়েছে। পুতিন তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন, তারা যেন ওই ইস্পাত কারখানাটি ধ্বংস না করে অবরুদ্ধ করে রাখে এবং দখল করে নেয়।

পুতিন বলেন, শিল্পাঞ্চলটি অবরুদ্ধ করে ফেলুন, যাতে একটি মাছিও পালাতে না পারে।’ বিশাল ওই শিল্পাঞ্চলে হামলা চালানো ‘বাস্তবসম্মত হবে না’ বলেও মন্তব্য করেন পুতিন।