মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬’তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। পেনসিলভেনিয়ায় ২০টি ইলেকটোরাল ভোট পেয়ে হোয়াইট হাউজ নিশ্চিত হয় তার।প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেকটোরাল ভোট প্রয়োজন, জো বাইডেন পেয়েছেন ২৭৩টি ভোট।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে কমলা হ্যারিস।যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন টুইটে লেখেছেন, “আমেরিকা, আমাকে এই মহান দেশের নেতৃত্ব দেয়ার সুযোগ দেয়ায় আমি সম্মানিত বোধ করছি।

আমাদের জন্য পড়ে থাকা কাজ অনেক কঠিন হলেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি: আমি সব মার্কিনের প্রেসিডেন্ট হব- আমাকে ভোট দিন বা না দিন। আপনারা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, তা আমি রক্ষা করব।

এখনও নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা ও আলাস্কা- এই পাঁচটি রাজ্যের ফল ঘোষণা বাকি রয়েছে। এর মধ্যে জর্জিয়ার ভোট পুনঃগণনা হচ্ছে। নির্বাচনের ফল জানতে সবার দৃষ্টি ছিল পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের দিকে। এই রাজ্যে জিতলেই নিশ্চিত হতো বাইডেনের জয়। অবশেষে হয়েছেও তাই।

শুরু থেকেই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে দৌড়ে এগিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ফলাফলের আগেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে চলেছেন। তিনি বলেন, “ভোটের সংখ্যায় এটি স্পষ্ট যে, আমরা নির্বাচনি দৌড়ে জিততে চলেছি।

এদিকে, বাইডেন যখন এসব কথা বলেছেন, ট্রাম্প তখন আদালতে নেয়ার কথা মনে করিয়ে দিয়ে ডেমোক্র্যাট শিবিরের উদ্দেশে বলেছেন, খেলা এখনও শেষ হয়নি।