মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশি অভিবাসী আটক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের কোটা লাকসামানা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বাংলাদেশিসহ মোট ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব অভিবাসীদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ১০ জন, মিয়ানমারের ৪ জন ও পাকিস্তানের একজন নাগরিক রয়েছে।

মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বুধবার মধ্যরাতে তামান কোটা লাকসামানার একটি নির্মাণাধীন ভবণে অভিযান চালানো হয়। এ সময় ১১৭ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়া, বৈধ কাগজপত্র না থাকা ও অন্যান্য কয়েকটি অপরাধে ৯০ জনকে আটক করা হয়। এ সময় যে নিয়োগকর্তা বা কোম্পানি অবৈধ অভিবাসীদের কাজ বা আশ্রয় দিবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।