মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার: আ ক ম মোজাম্মেল হক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি ঢাকা:- মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। শিগগিরই প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন। এমনটি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীতে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত আলোচনা সভায় তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, দেশের সক্ষমতা বেড়েছে। নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে। তাই, মুক্তিযোদ্ধাদের দাবি অনুযায়ী সুযোগ-সুবিধা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটা মহাসমাবেশ করে সেখানে বিস্তারিত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সরকারি কর্মকর্তাদের, মুক্তিযোদ্ধাদের সবসময় চেয়ার ছেড়ে দিয়ে সম্মান জানানোর আহ্বান জানান।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আমাদের এখন পরিকল্পনা হচ্ছে একটি মহাসমাবেশ করা; যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উনার নিজ মুখে বলবেন মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে কী করা হবে।