মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী ভবানীপুরের উপনির্বাচনে রেকর্ড জয়

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত প্রতিনিধি// পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী ভবানীপুরের উপনির্বাচনে রেকর্ড জয় লাভ করেছেন। এর মাধ্যমে তিনি আবারও তার পদ মুখ্যমন্ত্রিত্বের আসনকে টেকালেন।

ভবানীপুরে ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতলেন মমতা। ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন মমতা ব্যানার্জী। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)। রবিবার (৩ অক্টোবর) ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হলো।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা আর থাকতে পারছেন কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরেই শোরগোল চলছিল। কারণ, গেল নির্বাচনে তিনি জয় লাভ করতে না পারলেও তার দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। যা কারণে মুখ্যমন্ত্রীর পদে তার থাকা না থাকা নিয়ে বেশ টানাপোড়েন চলছিল। ভবানীপুরের উপনির্বাচনে রেকর্ড জয়ে এবার সেই ভাবনার অবসান ঘটলো।ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।২০১১ সালেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে। ভবানীপুরে এবার মোট প্রার্থীর সংখ্যা ১২। নির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।