মেজর (অব:)সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দেয়ার আগে প্রকাশ হবে না

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সিনাহ বিষয়টি নিয়ে কোর্টে তদন্ত চলছে।

এখানে আমরা কোন মন্তব্য করবো না। কোর্ট যদি এই রিপোর্ট চান তাহলে আমরা কোর্টকে দেবো। যাতে নিরপেক্ষ একটি প্রতিবেদন বিচারকদের কাছে যায়। সেজন্য যত ধরনের প্রচেষ্টা নেওয়া দরকার, আমরা সেটা নেবো।

বর্তমানে কোর্টের নির্দেশে র‌্যাব তদন্ত করছে। তাদের প্রতিবেদনের আগে কোনো রিপোর্ট বের হয়ে সেই তদন্তকে প্রভাবিত করুক এটা আমরা চাই না। এটা বিচারকরাও চান না।’

তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি এই রিপোর্ট পর্যালোচনা করবে। পরবর্তী সময়ে আমরা কী করবো সেই সিদ্ধান্ত নেবো। বিচারক যদি মনে করেন তাদের বিচার কার্যে এটা প্রয়োজন যদি তারা চান তাহলে আমরা এটা তাদের দেবো। না চাইলে আমরা তাদের কাছে দিচ্ছি না।

এর আগে, ৩৫ দিনের তদন্ত শেষে গত সোমবার (৭ সেপ্টেম্বর) অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে। সিনহা কে গুলি করে হত্যার দুইদিনের মাথায় ( ২ আগস্ট ) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এক সপ্তাহ সময় দেওয়া হলেও তিন দফা তা বাড়ানো হয়। ঘটনা জানতে মামলার আসামি ছাড়াও তদন্ত কমিটি কথা বলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা। সেনাবাহিনী থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার। এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার। পরে পুলিশ দাবি করে, আত্মরক্ষার্থেই গুলি করা হয়েছে রাশেদকে।