মেহেরপুরে চুরির মামলার নথি গায়েব, আপিল করতে পারছেন না আসামি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেরপুর জেলা প্রতিনিধি:-চুরির মামলায় প্রায় দেড় বছর ধরে জেল খাটছেন মেহেরপুরে গাংনী উপজেলার শাহিন।

অথচ আদালত থেকে মামলার নথি খোয়া যাওয়ায় উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদন করা যাচ্ছে না। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুখ্য বিচারিক আদালতে। এতে ন্যায়বিচার বঞ্চিত হওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে দাবি পরিবার ও মানবাধিকার কর্মীদের।

চুরির মামলায় সাজেদা খাতুনের স্বামী শাহিনের তিন বছরের কারাদণ্ড হয় ২০০৬ সালে। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২০ সালের নভেম্বর মাসে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে মেহেরপুর কারাগারে রয়েছেন শাহিন।

একমাত্র শিশু সন্তানের হাত ধরে সাজেদা প্রায় দেড় বছর ধরে আদালতের বারান্দায় ঘুরপাক খাচ্ছেন স্বামীর মামলার নথির খোঁজে। তবে সন্ধান দিতে পারেন নি সংশ্লিষ্টরা। ফলে জামিন আবেদন ও মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ বন্ধ হয়ে গেছে।

মামলার নথি না পাওয়ায় আসামি আইনী অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।মেহেরপুরের মানবধিকার কর্মী আসাদুজ্জামান সেলিম বলেন, রাষ্ট্রের উচিত ভূক্তভোগী যেন ন্যায়বিচার পায় তা নিশ্চিত করা। আসামি পক্ষের আইনজীবী বলছেন, ২০০৯ সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে স্থানান্তরের সময় নথি হারিয়ে যেতে পারে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষে দায়িত্বহীনতার কারণে একব্যক্তি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

এবিষয়ে সামনেসামনি সামনে কথা বলতে রাজি হননি আদালতের দায়িত্বপ্রাপ্ত কেউ এবং সরকারি কৌঁশুলি।