মোবাইল ফোন বৃষ্টিতে ভিজে গেলে করোনিয় কি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মবিনুর রহমান লিমন// ঋতুগতভাবে বর্ষাকাল শেষ হলেও, বৃষ্টি বিদায় হয়নি। যখন তখন হালকা থেকে ভারী বর্ষণ জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। আর বৃষ্টি হলে হাতে থাকা মোবাইল ফোন ভিজে যেতেই পারে।

মোবাইল ফোনটি ওয়াটার প্রুফ না হলে নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ফোন ভিজে গেলে কয়েকটি কাজ করতে হবে দ্রুত। তাতে ফোন খারাপ হওয়ার আশঙ্কা থাকবে না। জেনে নিন কী কী করবেন-মোবাইল ফোনের সুইচ অফ করুনসাধের মোবাইলটি বৃষ্টিতে ভিজে গেলে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের সুইচ অফ করতে ভুলবেন ন।

এতে প্রাথমিক বিপদের আশঙ্কা কিছুটা কমবে। ফোন বন্ধ করতে যত দেরি হবে, নষ্ট হওয়ার আশঙ্কা ততই বাড়বে।ব্যাটারি খুলে ফেলাফোন ভিজে গেলে ব্যবহার না করাই উত্তম। বিশেষ করে ভেজা ফোন বন্ধ করার পর সম্ভব হলে ফোনের সিম কার্ড ও ব্যাটারি খুলে ফেলা উচিত।

এতে ক্ষতির পরিমাণ কমে।ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিনশুকনো কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিম কার্ড ভাল করে মুছে নিয়ে ফোনটিকে ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন।

এভাবে ১০-১৫ মিনিটেই ভিজে থাকা ফোন শুকিয়ে যাবে। সম্ভব হলে সারা রাত ফোনটি বন্ধ করেই রাখুন। এরপর ব্যবহার করুন। এতে ফোন নষ্ট হওয়ার হাত থেকে রেহাই পাবে।