মৌবন-অশোক’সহ ৫ রেস্টুরেন্টে কে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা র‌্যাবের ভ্রাম্যমান আদালত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়ায় মৌবন-অশোকসহ ৫ রেস্টুরেন্টে মালিককে র‌্যাবের ভ্রাম্যমান আদালতে জরিমানা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) কুষ্টিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে মৌবনসহ ৫ রেস্টুরেন্ট মালিক কে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতে কুষ্টিয়া শহরের মৌবন রেস্টুরেন্টকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা।

নবাব বিরিয়ানি হাউজকে ১০হাজার টাকা, হাজী বিরিয়ানি হাউজকে ১০হাজার টাকা, নান্না বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা ও অশোক দধি ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফার উজ্জামান জানান, যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর বিষয়টি তাদের নজরে আসে।

এর ধারাবাহিকতায় তারা আজকে এই অভিযান পরিচালনা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।