মৌমাছির কারণে বিমান উড়তে দেরি!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক:- যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের রাজধানী হাউজটনে জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে ঘটে গেল বিরল একটি ঘটনা। উড্ডয়ন করবে এমন একটি বিমানের পাখায় জমায়েত হয়েছিল কয়েক হাজার মৌমাছি।

আর এ কারণেই হাউজটন থেকে আটলান্টাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি আভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিলম্বিত হয় কমপক্ষে চার ঘণ্টা। খবর নিউইয়র্ক পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে- ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে। কিন্তু ওই মৌমাছির কারণে তা বিকাল ৪টা ৩০ মিনিটের আগে আকাশে পাখা মেলতে পারেনি। মৌমাছিগুলোকে তাড়াতে বারবার ব্যর্থ হচ্ছিল কর্তৃপক্ষ। একপর্যায়ে তারা সফল হয়। বিমানটি উড্ডয়ন করে।

ওই বিমানের একজন যাত্রী ছিলেন অঞ্জলী ইনজেতি। তিনি একজন সাংবাদিক ও লেখিকা। তিনি টুইটারে লিখেন- হাউজটন থেকে আমার ফ্লাইট বিলম্বিত হচ্ছে। কারণ বিমানের একটি পাখায় জমায়েত হয়েছে মৌমাছি।তিনি আরও লিখেন- মৌমাছিগুলোকে তাড়িয়ে না দেওয়া পর্যন্ত বিমানটি ছাড়তে পারছে না; কিন্তু কিভাবে এ ঘটনা ঘটল?

আমরা যখন আকাশে উড়ব, তখন মৌমাছিগুলো সরে যেতে পারল না? বিমানের কাছে গিয়ে স্প্রে করতে দেওয়া হচ্ছে না কন্ট্রোলারদেরও।