যশোরে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শাহাবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি:- যশোরে দিনে দুপুরে বোমা ফাটিয়ে ও ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহর ও আশেপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতরা হলো, শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার শফি দারোগার বাড়ির ভাড়াটিয়া টিপু, বারান্দি মোল্লা পাড়ার রবিউল ইসলামের ছেলে সাইদ ইসলাম, ধর্মতলা হ্যাচারি পাড়ার রুহুল আমিনের ছেলে বিল্লাল হোসেন, সিটি কলেজ পাড়ার নিজাম উদ্দিনের ছেলে রায়হান এবং পুর্ববারান্দিপাড়ার মৃত মুফতি আলি হোসেনের ছেলে ইমদাদুল হক।

একই সঙ্গে ছিনতাই হওয়া ১৭ লাখ টাকার মধ্যে ২ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময়, ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু, একটি ব্যাগ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো আশরাফ হোসেন।

পুলিশ সুপার আরও জানান, টাকা ছিনতাই কাজে জড়িতদের প্রত্যেকের নামেই বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

গেল ২৯ সেপ্টেম্বর যশোরের জেস টাওয়ারের সামনে থেকে প্রকাশ্যে দিবালোকে বোমা ফাটিয়ে এবং ছুরিকাঘাত করে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।