যশোরে স্পিরিট মেশানো মদসহ গ্রেফতার ৫

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সাব্বির যশোর প্রতিনিধি:- যশোরে স্পিরিট মেশানো মদ পান করে ৩ জনের মৃত্যুর ঘটনায় মদসহ ৫ জন মাদক কারবারিকে বাঘারপাড়া থেকে গ্রেফতার করেছে যশোর র‍্যাব-৬।

র‍্যাবের যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলায় একদল মাদক কারবারি স্পিরিট মেশানো দেশি মদ তৈরি এবং বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে বিষাক্ত স্পিরিট মেশানো ৭.৫ লিটার বিষাক্ত মদসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করে তারা। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটো মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। গ্রেফতারকৃতরা যশোর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে তিন ব্যক্তি বিষাক্ত মদ পানে গুরুতর অসুস্থ হয়। তারা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার সময় মদ পানের কথা গোপন রাখে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে একজন মারা যায়। এরপর ২৭ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও ২ জন