যানজটে অসহনীয় হয়ে পড়েছে রাজধানীর জনজীবন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার// যানজট আরও অসহনীয় হয়ে পড়েছে নগরবাসীর জীবনে। রমজানের দ্বিতীয় দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জানজট।

বেলা বাড়ার সাথে সাথে তীব্র হয় যানজট পরিস্থিতি। আজ সোমবার সকালে ঘর থেকে বেরিয়েই যানজটের কবলে পড়তে হয়েছে অফিস- স্কুলগামী ও সাধারণ মানুষকে।

দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে তীব্র গরম। বাসের কন্টাক্টররা বলছেন, আগের চেয়ে কয়েক ঘণ্টা বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। আর সাধারণ যাত্রীরা বলেন, যানজটের কারণে সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না কর্মস্থলে।কেউ কেউ আবার পায়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে।

রমজান মাসে জানজট আগের চেয়ে বেড়েছে, বলেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেন অনেকে, বলেন সময়মতো কোথাও যেতে পারছি না। এছাড়াও সড়কের এমন দশা থাকলে জনজীবন আরও দুর্বিষহ হয়ে পড়বে বলে মন্তব্য তাদের।