রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অন্তত ৬০ জনের সাক্ষ্য গ্রহণ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আলমগীর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি// সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অন্তত ৬০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে তদন্ত কমিটি।ভুক্তভোগী শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী, ওই বিভাগের শিক্ষক, অন্য বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা সোমবার সাক্ষ্য দেন তদন্ত কমিটির কাছে।

কমিটির সভাপতি রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌসী হিমেল ডেইলি বাংলাদেশ টুডে ডটকমকে জানান, সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে আলাদা আলাদাভাবে সকলের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে সাক্ষ্য প্রদানকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় কমিটির সদস্য সচিবসহ তিন সদস্য উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ভুক্তভোগী ১৪ শিক্ষার্থী, ওই দিন পরীক্ষায় অংশ নেওয়া ৩০ শিক্ষার্থী, অন্য বিভাগের ছয় জন শিক্ষার্থী, ওই বিভাগের পাঁচ জন শিক্ষক, দুই জন কর্মচারী ও এক জন ক্লিনার কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন।লায়লা ফেরদৌসী বলেন, সাক্ষ্য গ্রহণের সময় শুধু চুল কাটার ঘটনা নয়, গত তিন বছরে শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের দ্বারা বিভিন্নভাবে হওয়া ‘নির্যাতনের চিত্রও’ তুলে ধরেন তার বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থীরা।

এসময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। সাক্ষ্য প্রদানের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের সাময়িক বহিষ্কৃত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে লিখিতভাবে চিঠি দেওয়া হলেও তিনি সাক্ষ্য দিতে আসেননি।তবে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থতার কথা জানিয়ে সময়ের আবেদন করে ই-মেইল করলেও অসুস্থতার বিষয়ে আবেদনের সাথে কোনো চিকিৎসা সনদ যুক্ত করেননি বলেও জানান তদন্ত কমিটির সভাপতি।

লায়লা ফেরদৌসী আরও বলেন, “প্রতিবেদন দাখিলের বিষয়ে আজই [সোমবার] কমিটির বৈঠক করে সিদ্বান্ত নেওয়া হবে। এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার কোনো কর্মসুচি পালন করেননি। তারা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন।