রমজানের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে চিনি, সয়াবিন তেলসহ অন্যান্য নিত্যপণ্য

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- রাজধানীর বাজারে আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে চিনি, সয়াবিন তেলসহ অন্যান্য নিত্যপণ্য। বেড়েছে আমদানি করা চালের দাম। চড়া দেশি চালের বাজারও। এছাড়া সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধের কারণে বাজারে আমদানি করা চালের সরবরাহ কিছুটা কম। তারই প্রভাবে গেল কয়েকদিনে দাম কিছুটা বেড়ে ভারতীয় মিনিকেট বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৫৯ টাকা কেজিতে। সেই সঙ্গে চড়া দেশি চালের দামও। রমজানের প্রথম শুক্রবারেও ব্যস্ততা নেই নিত্যপণ্য বিক্রেতাদের। জানালেন, চিনি, সয়াবিন তেল, ডালসহ অন্যান্য নিত্যপণ্য পাওয়া যাচ্ছে আগের দামেই।এছাড়া গেল সপ্তাহের তুলনায় আবারও বেড়েছে মুরগীর দাম। তবে সিটি করপোরেশনের বেঁধে দেয়া দরে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ এবং খাসির মাংস ৮৫০ টাকা কেজিতে।