রাজশাহীতে প্লাস্টিকের ক্যারেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহীর বাঘায় প্লাস্টিকের ক্যারেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল তিনটার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন অল্প দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে গোডাউনের ভেতরে থাকা জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।রাজশাহী ফায়ার সার্ভিস সিভিল এন্ড ডিফেন্সের উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, বিকেল তিনটার দিকে বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকার একটি ক্যারেটের গোডাউনে আগুনের খবর পান তারা।

পরে তাৎক্ষণিক রাজশাহীর বিভিন্ন স্থানের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।