রাজশাহীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় আগেই নৌকার প্রার্থীশূন্য

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বনি রাজশাহী জেলা প্রতিনিধি// রাজশাহীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল না করায় আগেই নৌকার প্রার্থীশূন্য হয়েছিল একটি ইউনিয়ন।

বৃহস্পতিবার বাছাই পর্যায়ে ঋণখেলাপির দায়ে গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জালাল উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে গোদাগাড়ীর ৯ ইউনিয়নের মধ্যে দুটি নৌকাশূন্য হলো। মনোনয়নপত্র বাতিলের পর ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন একজন ঋণখেলাপিকে কেন দলের মনোনয়ন দেওয়া হয়েছিল। যদিও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা এ নিয়ে কথা বলতে চাননি।

জানা গেছে, বাছাইকালে রিশিকুল ইউনিয়নে নাসির উদ্দিন বাবু নামের আরেক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছিলেন।

ঋণখেলাপির দায়ে আওয়ামী লীগ মনোনীত জালাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন বাবুর মনোনয়ন বাতিল হয়েছে। মোট ৩৬ জনের মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়। আগামী ১১ নভেম্বর রাজশাহীর গোদাগাড়ীর ৯ ও তানোর উপজেলার ৭ উপজেলায় নির্বাচন হবে।