রাবির নির্মাণাধীন ভবনের একাংশ ধস: আহত বেড়ে ৬

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন কামারুজ্জামান হলের প্রথম তলার ছাদের একাংশ ধসে পড়েছে। এতে অন্তত ছয় নির্মাণশ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন এএইচএম কামারুজ্জামান হলে এ দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন হলের উত্তর-পূর্ব কোণের বিমগুলো ধসে পড়েছে। মঙ্গলবার সকালে ঢালাই করা ছাদ ছিটকে পড়েছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

ভুক্তভোগী মোঃ রাসেল বলেন, আমরা ৯ জন সেখানে কাজ করছিলাম। হঠাৎ করে বিকট শব্দ শুনি। এরপর আমরা পড়ে যাই। আমি মুখে সামান্য ব্যথা পেয়েছি। তবে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিচে কেউ চাপা পড়েছে কিনা, আমার জানা নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছেলেদের আবাসিক হলের ছাদের জন্য বিমগুলোর ঢালাই কাজ চলছিল। এসময় অনাকাঙ্ক্ষিতভাবে বিমগুলো ধসে পড়ে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এমন ঘটনা ভীষণভাবে অপ্রত্যাশিত। যারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজন সহকারী প্রক্টর তাদের সাথে হাসপাতালে আছেন। কেউ নিখোঁজ রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। এখন উদ্ধার কাজ চলছে, পরে বিস্তারিত জানানো হবে।