রেললাইনে বিকল ট্রাক, দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুরের হিলি চেকপোস্ট গেট দিয়ে ভারত থেকে আমদানিকৃত একটি পাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশকালে রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় শিলিগুড়ি থেকে ছেড়ে আসা ঢাকা ক্যান্টনমেন্টগামী মিতালী এক্সপ্রেস ট্রেনটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হিলি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।হিলি স্টেশন মাষ্টার তপন কুমার চক্রবর্তী বলেন, শিলিগুড়ি থেকে ছেড়ে আসা ঢাকা ক্যান্টনমেন্টগামী মিতালী এক্সপ্রেস ৩১৩২ নং ডাউন ট্রেনটি বিকেল ৪টা ২৫ মিনিটে উত্তরের স্টেশন বিরামপুর থেকে ছেড়ে আসে।

এ সময় হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আমদানিকৃত পাথরবাহী একটি ট্রাক মেইন লাইনের ওপর বিকল হয়ে পড়ে। পরে আমরা ৪টা ৩৩ মিনিটে ১ নং সিগনাল ডাউনের কাছে গিয়ে লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামিয়েছি।তিনি আরও বলেন, বিকেল ৪টা ৪৭ মিনিটে ট্রাকটি সচল হলে রেললাইন পার হয়ে যায়।

এরপর ৪টা ৫০ মিনিটে মিতালী এক্সপ্রেসটি হিলি চেকপোস্ট এলাকা থেকে ছেড়ে যায়। এতে মিতালী এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে ১৭ মিনিট বিলম্ব হয়। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন ও ট্রাকটি।