রোগীদের মন ভালো রাখার চেষ্টা করলেন হাসপাতালের তিনজন ডাক্তার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- অন্যান্য রোগে রোগীর পাশে স্বজন-পরিজন থাকার সুযোগ থাকলেও করোনায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে সে সুযোগ নেই। ফলে অসুস্থতার পাশাপাশি রোগীরা অতিরিক্ত নিঃসঙ্গতায় ভুগছেন। ভাগ্যে মৃত্যু লেখা থাকলে শেষ সময়ে আত্মীয়-স্বজনদের দেখতে পাওয়া যাবে কি-না সে চিন্তায় মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন। এমতবস্থায় ডাক্তার, নার্স ও চিকিৎসাকর্মীরা যেন রোগীর একমাত্র ভরসা, প্রধান সঙ্গী। চিকিৎসার পাশাপাশি তাই ডাক্তারদের অতিরিক্ত ভূমিকা রাখতে হচ্ছে রোগীর মুখে হাসি ফোটাতে। রোগীর মন ভালো রাখতে, নিঃসঙ্গতা কাটাতে, পারিবারিক আবহ তৈরি করতে দেশে দেশে ডাক্তারদের দ্বারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে দেখা গেছে করোনাকালে।এবার এমনই এক চিত্র ফুটে উঠলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালের তিনজন ডাক্তার কৃপা বিশ্বাস, শ্বাশত চন্দন ও আনিকা হোসেন খান নৃত্য পরিবেশনের মাধ্যমে রোগীদের মন ভালো রাখার চেষ্টা করলেন। নৃত্যের ভিডিওটি নিজের ফেসবুক ওয়ালে ছেড়েছেন ডাক্তার শ্বাশত চন্দন। লিখেছেন, ‘Surgeons’ Dance for inspiring the doctors treating Covid-19 attacked patients.’। লন্ডন প্রবাসী গায়ক মুজা এর ‘নয়া দামান’ গানটির সাথে নাচেন তারা। নাচের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে সব মহলে।