রোহিঙ্গা ক্যাম্পে দুই নেতাকে কুপিয়ে হত্যা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের উখিয়া বালুখালী ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের দুজন মাঝিকে (কমিউনিটি নেতা) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বালুখালী ১৩ নম্বর ক্যাম্পের ১৮ ব্লকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-হেড মাঝি মো. আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভি মো. ইউনুস। দুজনই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, শনিবার রাত ৮টার দিকে বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮ ব্লকে ১৫/২০ জনের একদল দুষ্কৃতকারী পার্শ্ববর্তী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভি মো. ইউনুসের ওপর হামলা চালায়।

এ সময় মাঝিরা স্বেচ্ছাসেবকদের সঙ্গে ক্যাম্পের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেছিলেন।তিনি বলেন, দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এপিবিএন সদস্যরা তাদের দুজনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত হেড মাঝি আনোয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখানে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে। গোয়েন্দা সংস্থা ও রোহিঙ্গা নেতারা রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে, আলোচিত নবী হোসেন গ্রুপের জবুর নেতৃত্বাধীন লোকজনই রোহিঙ্গার দুই নেতাকে হত্যা করেছে।এএসপি ফারুক জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

১৩ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প নিয়ে যুগান্তরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ক্যাম্পে যে কোনো সময় বড় ধরনের সংঘাত ও আরও রোহিঙ্গা নেতা খুনের আশঙ্কার কথা তুলে ধরা হয়েছিল।