র‌্যাবের রিমান্ডে ওসি প্রদীপ, এসআই লিয়াকত সহ ৪

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক:- র‌্যাবের আবেদনে সাবেক সেনা সেনাকর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি এসআই  লিয়াকত হোসেন, ওসি প্রদীপ এবং এসআই নন্দলাল রক্ষিতকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া আত্মসমপর্ণ করা অন্য ৪ আসামি সহকারী উপ-পরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও মো. আবদুল্লাহ আল মামুনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার রাতে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল উদ্দিন এ আদেশ দেন।

এরই মধ্যে ওসি প্রদীপসহ তিনজনকে র‍্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্য ৪ জনকে পাঠানো হয়েছে কক্সবাজার জেলা কারাগারে।

এর আগে ৭ আসামি আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর মামলাটির তদন্তের দায়িত্ব পাওয়া র‌্যাবের পক্ষ থেকে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, শুনানি শেষে মামলার প্রধান আসামি এসআই লিয়াকত আলী, টেকনাফ থানার প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ এবং এস আই নন্দলাল রক্ষিতকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্য ৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। একই সাথে অন্য দুই আসামি এসআই টুটুল এবং কনস্টেবল মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ৫ আগস্ট মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে লিয়াকতকে প্রধান আসামি করে মোট ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারি পরোয়ানা
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ মতে টেকনাফ মডেল থানা গতকাল বুধবার রাত সাড়ে দশটায় এ মামলাটি রুজু হয় এরপর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

গ্রেপ্তারি পরোয়ানা জারির ১৪ ঘণ্টা পর চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল থেকে পুলিশের কাছে ধরা দিয়ে আত্মসমর্পণ করার কথা জানান, টেকনাফ থানার প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ।

আত্মসমর্পণ
বৃহস্পতিবার দুপুর ২টায় প্রদীপ কুমার পুলিশ প্রহরায় নিয়ে আসা হয় কক্সবাজারে। বিকেল পাঁচটা পনেরো মিনিটের দিকে তাকে