লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ২ ট্রেনের যাত্রা বাতিল

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। তাই সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দুটি  আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মো. রুমান আহমদ। তিনি বলেন, ওই দুটি ট্রেনের টিকিট ফেরত দিয়ে স্টেশন থেকে ভাড়ার সমপরিমাণ টাকা নিতে যাত্রীদের জানানো হয়েছে।

তিনি আরও জানান, লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। রেলওয়ের সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসের চারটি যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। ফলে ট্রেন দুটির ঢাকায় যাওয়া ও আসা মিলিয়ে মোট চারবারের যাত্রা বাতিল হলো। এছাড়া শ্রীমঙ্গল স্টেশন থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকার পথে চলাচল করবে।

শনিবার ভোর ৪টা ৫০-এর দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ঝড়ে ট্রেন লাইনের ওপর গাছ পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। 

পরে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। কুলাউড়া ও আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে ট্রেন উদ্ধারের কাজ চলছে।