লা ভিঞ্চি হোটেলে কোকেন উদ্ধার: পেরু ও পাকিস্তানের ২ নাগরিকের সাজা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

১১ বছর আগে রজধানীর কারওয়ান বাজারের লা ভিঞ্চি হোটেল থেকে ৩ কেজি কোকেন উদ্ধারের ঘটনায় পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানারকে যাবজ্জীবন এবং পাকিস্তানি নাগরিক মোস্তফা আশরাফকে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় দেন। এ মামলায় খালাস পেয়েছেন ৪ আসামি। তারা হলেন মো. মোস্তফা, শামসুল হক, হালিমা খানম সাদিয়া ও সাবরিনা নাসরিন তানিয়া।

রায় ঘোষণার আগে পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। মামলার আসামি তানিয়া জামিনে থেকে হাজিরা প্রদান করেন। পাকিস্তানি নাগরিকসহ অন্য চার আসামি পলাতক রয়েছেন।

জানা যায়, ২০১৩ সালের ১১ জুন গোপন সূত্রে খবর পেয়ে লা ভিঞ্চি হোটেলের সপ্তম তলায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদফতরের কর্মকর্তারা। ওই হোটেলের ৭০৭ নম্বর রুমে তখন আসামিদের তল্লাশি করেন। এ সময় পেরুর নাগরিক গাজাসিটাল ভারাডো জুয়ানের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে তিন কেজি কোকেন জব্দ করা হয়।