শতাধিক মানুষ অসুস্থ বিয়ে বাড়ির খাবার খেয়ে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পাবনা প্রতিনিধি:- পাবনার ঈশ্বরদীতে বিয়েবাড়িতে দাওয়াত খেয়ে শিশুসহ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে।

পরে তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, পাবনা জেনারেল হাসপাতালে আট ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। বাকিরা নিজ নিজ বাসা ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পেটব্যথা, বমি, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ জন ভর্তি রয়েছেন। এরা সবাই বিয়েবাড়িতে দাওয়াত খেয়ে অসুস্থ হয়েছেন বলে জানান।

অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মো. আব্দুল্লাহর মেয়ে সুমি খাতুনের (২২) সঙ্গে একই ইউনিয়নের রূপপুর গ্রামের জিয়াউদ্দিন আফরের ছেলে মাসুদ রানার (২৯) বিয়ে হয়। বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথি ১২০ ও বরযাত্রী ৩০ জনসহ দেড় শতাধিক ব্যক্তিকে আপ্যায়ন করানো হয়।

পরে রাতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অনেকে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ও রাতে অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।