শাশুড়িকে নিয়ে পালালেন জামাই

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিয়ের দুই মাসের মাথায় শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। বুধবার (২৫ জানুয়ারি) উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে এ ঘটনাটি জানাজানি হয়। এর আগে গত শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাউতারা গ্রামে প্রায় দুই মাস আগে মন্টু খাঁর ছেলে সুলতান খাঁ (২৫) সঙ্গে একই গ্রামের আলম সেখ ও হাফিজা খাতুন (৩৮) দম্পতির মেয়ে আয়েশার বিয়ে হয়।

বিয়ের আগে থেকেই সুলতান ও আশার মায়ের সম্পর্ক ছিল। পরে বিষয়টি নিয়ে জানাজানি হলে মেয়ে আশাকে সুলতানের সঙ্গে তড়িঘড়ি করে বিয়ে দেন।আলম সেখ জানান, গত ৫ দিন আগে ঘুম থেকে উঠে দেখি স্ত্রী বাড়িতে নাই। এরপর থেকেই খোঁজ মিলছে না মেয়ের জামাইয়েরও।পরে জানতে পারি, আমার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জামাইয়ের।

তারা পালিয়ে গেছে ইতোমধ্যে আত্নীয়-স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েছি, পায়নি।স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি বুধবার সকাল থেকে জানাজানি হয়েছে। এখন শাশুড়ি ও জামাইকে খোঁজাখুঁজি করছে উভয়ের আত্মীয় স্বজন।