শিশুদের জন্য বই লেখায় ৫ জনের কারাদণ্ড

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক সংবাদ// হংকংয়ে শিশুদের জন্য ‘রাষ্ট্রদ্রোহী’ বই লেখার অভিযোগে ৫ জন স্পিচ থেরাপিস্টকে ১৯ মাসের কারাদণ্ড দিয়েছে চীন সরকার। বইয়ে কিছু ছবি ব্যবহার করা হয়েছে যেখানে দেখা যায় একটি ভেড়ার দল নেকড়েদের তাদের গ্রামে প্রবেশ করতে বাধা দিচ্ছে।

কর্তৃপক্ষ নেকড়েকে চীন ও ভেড়াকে হংকং বলে ব্যাখ্য করেছেন।লেখকদের মতে, বইগুলি ‌’জনগণের দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে।’ তবে সরকার বলছে, এর মাধ্যমে তারা জনগণকে মগজ ধোলাই করছে।২০২০ সালে নতুন জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের পর ধড়পাকড় চলাকালেই তাদের এই শাস্তি দেয়া হল।

চীন বলছে এই আইনের ফলে সেখানে স্থীতিশীলতা আসবে তবে বিশ্লেষকদের মতে এটা বিরোধী মত দমন ও হংকংয়ের স্বায়ত্তশাসনকে দূর্বল করার জন্যই করা হচ্ছে।উল্লেখ্য হংকং চীনের একটি সায়ত্বশাসিত অঞ্চল যা চীনের ‘এক দেশ দুই নীতি’তে পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত পাঁচ থেরাপিস্ট হলেন, লাই মান-লিং, মেলোডি ইয়েং, সিডনি এনজি, স্যামুয়েল চ্যান এবং ফং তেজ-হো। সাজা হওয়ার আগেই তারা ইতিমধ্যে এক বছরের বেশি সময় জেলে আছেন। তাদের এক আইনজীবি জানান, তারা এক মাসের মধ্যেই ছাড়া পেয়ে যেতে পারেন যেহেতু ইতিমধ্যে সাজা কাটিয়ে ফেলেছেন।

দণ্ডপ্রাপ্তদের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। তারা কমিকবুক (কার্টুন সংবলিত) বই প্রকাশ করেন।