শেরপুরে ছয় কেজি দুশো গ্রাম ওজনের এক শিশুর জন্ম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শেরপুর জেলা প্রতিনিধি// শেরপুরে ছয় কেজি দুশো গ্রাম ওজনের এক শিশুর জন্ম দিয়েছেন শেফালী বেগম (২৮) না‌মে এক মা। বুধবার (১ সে‌প্টেম্বর) বিকালে শহরের জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালের ১০৩ নম্বর কক্ষে শিশুটির জন্ম হয়।

বর্তমানে মা ও শিশু দুজ‌নেই সুস্থ আছেন। শিশু জন্ম দেওয়া ওই প্রসূতি শ্রীবরদী উপজেলার দহেরপাড় এলাকার সজল মিয়ার স্ত্রী।জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জায়েদুর রশীদ শ্যামল বলেন, বুধবার বিকেল তিনটার দিকে শেফালী তার হাসপাতালের ১০৩ নম্বর কক্ষে ভর্তি হন।

পরে ৫টা ১০ মিনিটে ওই মা ছয় কেজি দুশো গ্রাম ওজনের একটি মেয়ে শিশুর জন্ম দেন। অস্বাভাবিক ওজনের শিশুর জন্মের খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন আশপা‌শের লোকজন।সন্ধ‌্যা ৮টার দি‌কে কথা হয় সদ‌্য জন্ম দেওয়া শিশুর মা শেফালী বেগমের সা‌থে। তি‌নি বলেন, আমার কোন সমস‌্যা হ‌চ্ছে না। ত‌বে ব‌্যাথা আছে। আমার মে‌য়ে সুস্থ‌্যভা‌বে পৃ‌থিবী‌তে বেঁচে থাকুন আপনারা দোয়া কর‌বেন।

আমার সন্তা‌নের এখ‌নো নাম রাখা হয়‌নি।শিশুটির বাবা মো. সজল মিয়া বলেন, এটি আমাদের তৃতীয় সন্তান। আমার আগের শিশুগুলো স্বাভাবিক প্রসবে পৃথিবীর আলো দেখে। ওই শিশুদের স্বাস্থ্যও ভালো ছিল। নিরাপদে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আমি খুশি।

আমার সন্তানের জন‌্য দোয়া কর‌বেন।অ্যানাস্থেসিয়া চিকিৎসক ডা. মো. জসিম উদ্দিন বলেন, এর আগে কখনও এতো ওজনের নবজাতক দেখেনি। শিশুটির ওজন হয়েছে ছয় কেজি দুশো গ্রাম। যা গড় ওজনের চেয়ে অনেক বেশি।

গর্ভবতী অবস্থায় ওই নারী সুষম খাবার খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় আরও দুই সন্তানের জন্ম দিয়েছেন।