শেরপুর পৌরসভার মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ মিছিল পাশাপাশি দোকানপাট ও গাড়ি ভাঙচুর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রবিউল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি:- ৪থ ধাপের পৌরসভা নির্বাচনে শেরপুর জেলার সদর পৌরসভা ও শ্রীবরদী পৌরসভার নির্বাচনে তৃণমূলের বাছাই করা তালিকা ।

কেন্দ্রে পাঠানো প্যানেল প্রস্তাবনার প্রথম ও দ্বিতীয় ক্রমিকের প্রার্থীদের টপকে তৃতীয় ক্রমিকের প্রার্থীরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

এতে শেরপুর পৌরসভার মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা শেরপুর শহরে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে।

এ সময় স্থানীয় এক ব্যবসায়ী আহত হন।জানা যায়, বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান।

বুধবার রাতে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানী ঢাকায় গণভবনে স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ খবর রাতে শেরপুরে ছড়িয়ে পড়ার সাথে সাথে তৃণমূলের ভোটে নির্বাচিত মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমানের সমর্থকরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে।

এক পর্যায়ে কিছু সমর্থক শহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, ইজিবাইক ও মোটরসাইকেলসহ বেশকিছু যানবাহন ভাঙচুর চালায়। এতে মুহূর্তেই শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে।পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ ও ভাঙচুর।