শৈলকুপায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কামরুজ্জামান সজীব ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার ও মসজিদের টাকা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ঠা ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ১৫ সংঘর্ষকারী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়রা জানায়, গত ৩ মাস আগে আলমডাঙ্গা জামে মসজিদে দীর্ঘদিন ধরে জমা দান বাক্সের টাকা পঁচে নষ্ট হওয়ার পর হিসাব রক্ষক আলমডাঙ্গা গ্রামের গোলাম রহমানের ছেলে চুন্ন মন্ডল তা ফেলে দেয়। পরে ঘটনাটি জানাজানি হলে, গ্রামবাসিরা এ টাকার হিসাব জানতে চায়। এ নিয়ে সে সময় মসজিদে হাতাহাতির ঘটনা ঘটে।

সে ঘটনার সূত্র ধরে সকালে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বাবুল মন্ডল ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমানের সমর্থকরা দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাবুল, লতিফ, লিটন, এরশাদসহ ১৫ ব্যক্তি আহত হয়।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শৈলকুপার আলমডাঙ্গা গ্রামে মসজিদের একটি ঘটনা নিয়ে গ্রামবাসিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।