সন্ধ্যায় বিক্রি হতে পারে ২রা মে’র ট্রেনের টিকিট

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- আজ শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে সন্ধ্যার পর থেকে ঈদ যাত্রার ২রা মে’র টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার।

তিনি আরও জানান, চাঁদের ওপর ভিত্তি করে একইসঙ্গে ৪ঠা মে’র ট্রেনের অগ্রিম টিকিটও বিক্রি করা হবে।আজ রবিবার (১লা মে) শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে সন্ধ্যার পর থেকে ঈদ যাত্রার ২রা মে’র টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।রবিবার (১লা মে) দুপুরে কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের একথা জানান তিনি।

মাসুদ সারওয়ার বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার (২রা মে) ও পরদিন মঙ্গলবার (৩রা মে) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এই হিসেবে আজ যদি চাঁদ দেখা যায়, তাহলে কাল ঈদ। কাল ঈদ হলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।আর কাল ঈদ না হলে আজ সন্ধ্যা থেকে আগামীকালের ঈদ যাত্রার টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া ঈদের পর দিন থেকে স্বাভাবিক নিয়মে ঢাকা ফেরার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এদিকে রবিবার সকাল থেকেই স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। দুপুরের পর থেকে কমতে থাকে যাত্রীর চাপ। সকাল থেকে দুপুর পর্যন্ত ৪৬টি ট্রেন যাত্রী নিয়ে প্লাটফর্ম ছেড়ে গেছে।