সাগরে মাছ ধরতে গিয়ে পটুয়াখালীর ২৫ জেলে নিখোঁজ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী:- পটুয়াখালীতে সাগরে মাছ ধরতে গিয়ে ২৫জন জেলে নিখোঁজ হয়েছেন। তিনদিন ধরে পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। সবশেষ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তাদের সাথে যোগাযোগ হয়।

এর আগে, ১৪ নভেম্বর জেলার রাঙ্গাবালী এলাকা থেকে ৩টি ট্রলারে করে তারা সাগরে মাছ ধরতে যান। ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে তারা নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ জেলেদের সন্ধানে স্বজন ও ট্রলার মালিকরা সুন্দরবনসহ আশেপাশের নদীতে সন্ধান চালাচ্ছে। তবে এখনও ইতিবাচক কোনো খবর মেলেনি।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঝড়ের কবলে ট্রলার ৩টি সাগরে নিমজ্জিত হতে পারে বলে মনে হচ্ছে। তবে আমরা নিশ্চিত নই। এমন হতে পারে তারা সুন্দরবন এলাকায় আশ্রয় নিয়েছে। তাই মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না। তাদের খুঁজে পেতে প্রশাসন চেষ্টা চালাচ্ছে ।

উল্লেখ্য, শুক্রবার (১৭ নভেম্বর) বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূল অতিক্রম করে। এর আগে, মোংলা ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়।