সাতক্ষীরায় কয়েক কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
সাতক্ষীরা জেলা:- সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৭ কেজি ৩৫৮ গ্রাম স্বর্ণসহ দুজনকে আটক করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার বৈকারী সীমান্তের সরদারপাড়া এলাকা থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের দাম ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকা। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের বাবর আলীর ছেলে মো. তুহিন (২০) এবং একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সজিব হোসেন (২২)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, আজ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির এলাকাধীন সীমান্ত পিলার ৭/৪৮-এস হতে আনুমানিক ১ কিমি বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদারপাড়া এলাকায় চোরাকারবারিরা বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচার করবে বলে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) কাছে গোয়েন্দা তথ্য ছিল।

তিনি বলেন, সেই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিকনির্দেশনায় বৈকারী বিওপির নায়েক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান গ্রহণ করে। সকাল ৭টার দিকে ওই এলাকা থেকে মো. তুহিন এবং মো. সজিব হোসেনকে আটক করা হয়। তাদের মোটরসাইকেল তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, আটককৃতরা স্বর্ণের বারগুলো কৌশলে মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভেতরে বহন করছিল। মোটরসাইকেলসহ উদ্ধার হওয়া স্বর্ণ জব্দ করা হয়েছে। আটক আসামিদের সাতক্ষীরা থানায় সোপর্দ করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।