সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন// সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এই পবিত্র ঈদুল আজহা।চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়। ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নগরীর ৪১টি ওয়ার্ড ও পাড়া, মহল্লার মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, বরিশালের কালেক্টরেট জামে মসজিদ, সিলেটের দরগাঁ মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনার কারণে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ গোর এ শহীদেও হচ্ছে না ঈদের নামাজ।