সিদ্ধিরগঞ্জে ইমন হত্যা: ১৩ জনের বিরুদ্ধে বোনের মামলা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মাহে আলম রনি নারায়ণগঞ্জ// নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইমন হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।শুক্রবার সকালে নিহতের বোন নাদিয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান।

মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আট জনকে আসামি করা হয়।

এজাহানামীয় আসামিরা হলেন মশিউর রহমান রাজু (২২), মো. রাসেদুজ্জামান রাসেল (২৭), মো. খলিল (১৮), স্বপন (১৯) ও ইব্রাহিম (২০)।

প্রধান আসামি মশিউর রহমান রাজু ঘটনার দিন গ্রেপ্তার হলেও অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহারে বাদী নাদিয়া আক্তার উল্লেখ করেন, গত বুধবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাসারী মামা-ভাগিনা গলি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে বাদীর ভাই ইমন ও তার বন্ধু শাহরিয়ার জয়কে আঘাত করে আসামিরা।

এ সময় আহতদের চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা ইমন ও শাহরিয়ার জয়কে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ইমনকে মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার জয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, একজনকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ইমন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় লাশ রেখে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।