সিনোফার্মের আরও ৭ কোটি ৫০ লাখ ডোজ টিকা কিনছে বাংলাদেশ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// চীন থেকে সিনোফার্মের আরও ৭ কোটি ৫০ লাখ ডোজ টিকা কিনছে বাংলাদেশ।
এরমধ্যে দেড় কোটি ডোজের টাকাও ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। এছাড়াও, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকাও আসবে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগস্টেই বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্সের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেনা টিকা দেশে আসবে।’

কোন উৎস থেকে কত টিকা আসছে এ বিষয়ে এ কে আব্দুল মোমেন জানান, কোভ্যাক্সের আওতায় চলতি মাসে আরও ৪৪ লাখ ডোজ টিকা আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে সিনোফার্ম থেকে আসবে ৩৪ লাখ। আর অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে ১০ লাখ ডোজ।