সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিএনপির লিফলেট বিতরণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়লে ত্রিমুখী সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি এবং দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সংঘর্ষ চলাকালীন ইটপাটকেল ও গুলিতে বিএনপির সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও চারপুলিশ সদস্য উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর জনসভা সফল করতে কামারখন্দে লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কেন্দ্রীয় নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও জেলা বিএনপির সভানেত্রী রুমানা মাহমুদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে দলীয় কার্যালয় থেকে বের হয়ে জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছামাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।