সিরাজগঞ্জে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‍্যাব। রোববার (৩ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন।

আটকরা হলেন, সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. কামরুল ইসলাম হাসান, পৌর এলাকার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ী মহল্লার মো. সোহেল শেখের ছেলে মো. ইমরান শেখ, সয়াধানগড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. ইনসান শেখ, সয়াধানগড়া জগাইর মোড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে, মুন্না শেখ ও দিয়ার ধানগড়া মহল্লার মৃত জয়নালের স্ত্রী মুক্তি বেগম।

র‍্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন জানান, আটকরা ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ছিনতাই ও প্রতারণার জন্য অটোরিকশা ও সিএনজিকে টার্গেট করতো। এরপর বিভিন্ন স্থানে যাওয়ার কথা বলে এসব যানবাহন কেনাবেচার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল এই চক্র। তারা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে নানা কৌশলে ফাঁদে ফেলে ছিনতাই করে আসছিল।

তিনি আরও জানান, সম্প্রতি রহমত ও সবুজ নামে দুজনকে ডেকে জিম্মি করে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার মাসুমপুর ও শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।