সিরিজ বোমা হামলা দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফরিদ আহমেদ অন্তর:-  কুষ্টিয়ায় সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেট ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সদর উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী। ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে জঙ্গি-সন্ত্রাসীগোষ্ঠী দেশের ৬৩টি জেলার প্রায় পাঁচ শতাধিক স্থানে একযোগে সিরিজ বোমা হামলা পরিচালনা করে। ঘৃণ্য ও নারকীয় বোমা হামলার এই দিনটিকে প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী’ দিবস হিসেবে পালন করেছে। আলোচনা সভায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন।  এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের অফিস কনফারেন্স রুমে।