সীমান্তে হত্যার ঘটনা শিগগিরই উল্লেখ যোগ্যভাবে কমিয়ে আনার আশ্বাস:বিএসএফ মহাপরিচালক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কামরুজ্জামান সজীব:- সীমান্তে হত্যাকাণ্ড মানবাধিকার পরিস্থিতি সমুন্ননিত রাখতে অপরাধীদের হত্যার পরিবর্তে নিজ নিজ দেশের প্রচলিত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

তার আহ্বানে সাড়া দিয়ে সীমান্তে হত্যার ঘটনা শিগগিরই উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার আশ্বাস দিয়েছেন বিএসএফ মহাপরিচালক

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই দেশ এ কথা জানানো হয়েছে।

এসময়, ভারতের মিজোরাম রাজ্যে পার্বত্য চট্টগ্রামের “সশস্ত্র আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটির” অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ কোরে আস্তানাগুলো ধ্বংস করার অনুরোধ জানায় বিজিবি। বিএসএফ মহাপরিচালক সেসব আস্তানার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

বডার

এছাড়া, সীমান্তে জনসচেতনতা কর্মসূচি জোরদার ও চোরাকারবারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে একমত হয় দুই পক্ষ।

গত ২২শে ডিসেম্বর ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটিতে এ সম্মেলন শুরু হয়। এতে দুই বাহিনীর মহাপরিচালকের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।