সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই লাদাখে ভারতের সাঁজোয়া যান মোতায়েন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক ডেস্ক:- চীনের সঙ্গে লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ট্যাঙ্ক, সাঁজোয়া যান মোতায়েন করেছে ভারত।


সাঁজোয়া যান মোতায়েন করার ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। রবিবার লাদাখে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান মোতায়েনের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনারা। এতে দেখা যায়, লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের লক্ষ্য করে এসব ট্যাঙ্ক ও সাঁজোয়া যান সতর্ক অবস্থায় রয়েছে।

১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়। এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক, সামরিক ও সরকারি পর্যায়ের অলোচনায় সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

সবশেষ গত ৩১ আগস্ট লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ তীরে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে চীনা সৈন্যরা।