সুন্দরবনে বাঘের মুখ থেকে জেলেকে ছিনিয়ে আনলেন গ্রামবাসী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাগেরহাট প্রতিনিধি:- সুন্দরবনের চাদপাই রেঞ্জের জিউধরা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণে এক জেলে গুরুতর আহত হয়েছেন। আহত জেলে অনুকুল গাইনকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে পূর্ব সুন্দরবনের ২৭ নম্বর কম্পার্টমেন্টের মিস্থির ছিলা এলাকায় মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন।

এ সময় তার সাথে থাকা একই এলাকার অপর জেলে মাহাবুব ডাক চিৎকার করতে থাকে। মাহাবুবের ডাক চিৎকারে পাশের লোকালয় আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন এলাকাবাসী বনে গিয়ে জেলে অনুকুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। প্রথমে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স বেলা ১টার দিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে ডা. কামাল হোসেন মুফতি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন, বাঘের হামলায় আহত অনুকুল গাইনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা তার খোঁজ খবর নিচ্ছি।

সুন্দরবন বিভাগের চাদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. শহীদুল ইসলাম হাওলাদার জানান, শুক্রবার সকালে মোরেলগঞ্জের আমুর বুনিয়া এলাকার মৃত মুকুন্দ গাইনের ছেলে অনুকুল গাইন বন বিভাগ থেকে অনুমতিপত্র নিয়ে মাছ ধরতে যায়। সে সুন্দরবনের ২৭ নম্বর কম্পার্টমেন্টের মিস্থির ছিলা এলাকায় নৌকায় করে মাছ ধরার সময় বাঘে তার ওপর আক্রমণ করে। পরে তাকে অন্য জেরেরা গুরুতর অবস্থায় উদ্ধার করে আনে। গুরুতর আহত জেলে অনুকুল গাইন এখন খুলনা মেডিকেল কলেজ ভর্তি আছে। তার খোঁজ খবর নিচ্ছি আমরা। তবে তিনি এখনো শঙ্কা মুক্ত নন।