সৌদিতে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া ৫০হাজার বেশি রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠানো আটকাতে বাংলাদেশি পাসপোর্ট দিতে চায় সরকার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আনসার আলী সৌদি প্রতিনিধি:- সৌদি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া অর্ধলাখের বেশি রোহিঙ্গাকে ফেরত পাঠানো আটকাতে বাংলাদেশি পাসপোর্ট দিতে চায় সরকার।

কিন্তু এতে সংকট আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিস্থিতিতে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাওয়া রোহিঙ্গাদের নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট।

সাবেক কূটনীতিকরা বলছেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাসপোর্ট তৈরি করছে যে চক্র, তাদের শাস্তির আওতায় আনা দরকার।

কখনও ২ থেকে আড়াই লাখ, কখনও ৫৫ হাজার। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়া রোহিঙ্গাদের এমন তথ্য ওঠে আসে গণমাধ্যমে।

গেলো ১৮ই জানুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাওয়া ৫৫ হাজার রোহিঙ্গা চিহ্নিত করেছে তার দেশ। তাদের এখন ফেরত পাঠাতে চায় সৌদি আরব।

আপাতত তাদের বাংলাদেশি পাসপোর্ট দিতে চায় সরকার। তবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে অবস্থান করা রোহিঙ্গারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে কি-না তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।

সাবেক কূটনীতিক শমসের মুবিন চৌধুরী বলেন, আমাদের যে নাগরিকত্ব আইন রয়েছে সে অনুযায়ী, শুধু বাংলাদেশের নাগরিকরাই পাসপোর্ট পাবে। যার হাতে বাংলাদেশি পাসপোর্ট তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য করতে হবে।

সৌদি সরকার তো বলবে পাসপোর্ট যেহেতু দিয়েছো, তাহলে তো সে নাগরিক। তখন তো বলা যাবে না যে অস্থায়ী সমাধান হিসেবে পাসপোর্ট দিয়েছিলাম, এখন এই পাসপোর্ট আমরা মানছি না।

পুলিশ ভেরিফিকেশন, ছবি, জাতীয় পরিচয়পত্র সবকিছু এড়িয়ে, কীভাবে হাজার হাজার রোহিঙ্গা পাসপোর্ট পাচ্ছে, কারা দিচ্ছে, সেই চক্রকে শাস্তির আওতায় আনা জরুরি বলছেন কুটনৈতিকরা। শমসের মুবিন চৌধুরী বলেন, একটা বড় গোষ্ঠি এর সাথে জড়িত রয়েছে।

তাদের শনাক্ত করতে হবে। তাদের আইনের অধীনে আনতে হবে। আর পাসপোর্ট অধিদপ্তর বলছে, যথোপযুক্ত প্রমাণ না পাওয়ায় কোনো ব্যবস্থা নিতে পারেনি তারা।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, সহায়তা না করলে রোহিঙ্গারা পাসপোর্ট কিভাবে পাবে!

পাসপোর্ট যদি কেউ দিয়ে থাকে তাহলে নিশ্চই পাসপোর্ট অধিদপ্তরের সহায়তা আছে। কিন্তু কোনো চাক্ষুস এভিডেন্স আমার কাছে আসেনি।

সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে অবস্থান করা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেয়া স্থায়ী সমাধান নয়। বরং ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।