স্থগিতাদেশ থাকার পরও ধর্ষণ মামলায় অসৎ উদ্দেশ্যে আসামিকে জামিন দিয়েছিলেন বিচারক কামরুন্নাহার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- স্থগিতাদেশ থাকার পরও ধর্ষণ মামলায় অসৎ উদ্দেশ্যে আসামিকে জামিন দিয়েছিলেন বিচারক কামরুন্নাহার।

High cort

বুধবার (২৪ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া সংক্রান্ত আপিল বিভাগের প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়। বিতর্কিত পর্যবেক্ষণ দেওয়া ঢাকার আদালতের বিচারক মোসাম্মাৎ কামরুন্নাহার দেশের কোন ফৌজদারি আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না মর্মে রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

আপিল বিভাগের স্থগিতাদেশ থাকার পরেও ধর্ষণ মামলার এক আসামিকে জামিন দেওয়ায় তার বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের লিখিত রায়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, জামিন সংক্রান্ত আপিল বিভাগের নির্দেশনা বিচারক কামরুন্নাহার জ্ঞাতসারেই অবজ্ঞা করেছেন। এজন্য তিনি ফৌজদারি মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নন।

সেজন্য সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী তার ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হলো। তিনি দেশের কোন ফৌজদারি আদালতে কোন ধরনের ফৌজদারি মামলার বিচার কাজ পরিচালনা করতে পারবেন না। রায়টি লিখেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মুহাম্মদ ইমান আলী।

রায়ের সঙ্গে একমত পোষণ করেছেন প্রধান বিচারপতিসহ অন্য তিন বিচারক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।