স্বস্তির বৃষ্টিতে ভিজলো দক্ষিণ অঞ্চল

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফরিদ আহমেদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- টানা ১১ দিন তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কুষ্টিয়া সহ আশেপাশের জেলাগুলো। শুক্রবার (৯ জুন) দুপুর ২টা ৪৫ মিনিট থেকে শুরু হয় বৃষ্টিপাত। চলে সাড়ে ৪টা পর্যন্ত। এ সময়ে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সাথে ছিল বজ্রপাতও।

তবে এ সময়ে প্রাণ প্রকৃতির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৯ মে থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছিল। এ সময়ে ৩৬-৪০ ডিগ্রির ঘরে ওঠা নামা করছিল তাপমাত্রার পারদ। সেই সাথে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছিল। এর মধ্যেই শুক্রবার দুপুর থেকে চুয়াডাঙ্গার আকাশে মেঘের উপস্থিতি ছিল।

পরে তা বৃষ্টিপাতে পরিণত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৃষ্টিপাতের পরিমাণ ১৯ মিলিমিটার রেকর্ড করা হয়েছে‌। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বৃষ্টির পর গড় তাপমাত্রা কিছুটা কমেছে। বৃষ্টিপাতের পর সন্ধ্যা ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।