স্বামীকে মারধরের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হাছান মাহমুদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরার তালায় স্বামীকে মারপিট করায় প্রতিবাদ করাতে স্ত্রীকে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার (২৪ আগস্ট) নাসিমা বেগম কে পিটিয়ে গুরুতর আহত করার পর। আজ মঙ্গলবার(২৫ আগস্ট) দুপুরে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় দুই গৃহবধূ সহ তিন জনকে আটক করেছে পুলিশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, নর্দমায় পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে গত বুধবার হাজার ১৯ আগস্ট মাহিন্দ গ্রামের নাজের শেখ কে বেধড়ক পেটায় প্রতিবেশী মনিরুল ও নরিম মোড়ল। এতে গুরুতর আহত হন নাজের । গত সোমবার বিকেলে মনিরুল ও নরম কে পেয়ে স্বামীকে মারধর এর প্রতিবাদ জানান নাসিমা খাতুন ।কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনিরুল মনিরুল এর স্ত্রী হোসনেআরা খাতুন ও নরিম পিটিয়ে গুরুতর আহত করে নাসিমা খাতুন কে। পর স্থানীয় ডাক্তার দিয়ে বাড়িতে চিকিৎসা নেন নাসিমা। ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম সহ তিন জনকে আটক করা হয়েছে ।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।