হাইকোর্টের ক্ষোভ প্রকাশ ‘দুর্নীতিগ্রস্তদের কালো হাত ভেঙে দেয়া হবে’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// যারা দুর্নীতি করছে তাদের কালো হাত ভেঙে দেয়া হবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।আজ সোমবার ওয়ান ব্যাংকের একটি দুর্নীতি মামলার শুনানিতে এ মন্তব্য করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ।

এসময় ওয়ান ব্যাংক গুলশান শাখার প্রিন্সিপাল অফিসারের আগাম জামিন আবেদন খারিজ করে সরাসরি কারাগারে প্রেরণ ও অন্য দুই আসামিকে তিন সপ্তাহের মধ্যে সারেন্ডারের নির্দেশ দেয়া হয়।জালিয়াতির মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির সাড়ে ১১ কোটি টাকা স্থানান্তর এবং আত্মসাতের এ মামলায় ওয়ান ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার এমরান হোসেনকে আগাম জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এছাড়া তার মা পেশায়োরা বেগমকে তিন সপ্তাহের মধ্যে আত্নসমর্পণেরও নির্দেশ দেয়া হয়।একই মামলায় গ্রাহক রাকিবা জাহানকে আগাম জামিন না দিয়ে ৩ সপ্তাহের মধ্যে আত্নসমর্পণের নির্দেশ দেন আদালত।এর আগে, গত মাসে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চারটি বীমা কোম্পানির প্রায় সাড়ে ১১ কোটি আত্মসাৎ ও পাচারের অভিযোগে ওয়ান ব্যাংকের সাত কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক।মামালার আসামিরা হলেন: ওয়ান ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিমলেন্দু চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার মুনতাসির রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আদিল, জুনিয়র অফিসার মো. শামিম, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু কালাম মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, প্রিন্সিপাল অফিসার মো. এমরান হোসেন ওরফে মোহাম্মদ এমরান হোসেন, ব্যাংকের গ্রাহক আজিজুর রহমান, রাকিবা জাহান, তানভীর হোসেন, পেশোয়ারা বেগম ও সুবু তারা হাওলাদার।মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ২০১৯ সালের ৫ই মার্চ থেকে গত ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ‘পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে’ চারটি ইনস্যুরেন্স কোম্পানির ভিন্ন ভিন্ন হিসাবসহ অন্যান্য ব্যাংক হিসাবের মাধ্যমে ওয়ান ব্যাংক লিমিটেডের গুলশান শাখার ব্যাংক হিসাবে ‘অবৈধভাবে’ ১১ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৯২১ টাকা স্থানান্তর করে। পরে ওই অর্থ বিভিন্ন কৌশলে উত্তোলন করে আসামিরা ‘আত্মসাৎ ও পাচার’ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।