হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন প্রায় পারফেক্ট: প্রধানমন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক মিয়া ঢাকা:- কার্ডিওভাসকুলার রোগের চিকিৎসায় বাংলাদেশ এখন প্রায় স্বনির্ভর। প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে এর চিকিৎসা। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত তৃতীয় বৈজ্ঞানিক সম্মেলনে দেয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে। দেশে এখন হৃদরোগের ৯৫ থেকে ৯৮ শতাংশ চিকিৎসার সক্ষমতা রয়েছে। এ লক্ষ্যে দেশে দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়ামের অভাব, ধূমপান এবং ডায়াবেটিসের কারণে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হৃদরোগীদের চিকিৎসা সুবিধা উন্নত করার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর নজর দেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।