হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// রিমান্ড শেষে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।রাজধানীর পল্টন থানায় দায়ের করা পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এছাড়া, কথিত ‘শিশুবক্তা ‘রফিকুল ইসলাম মাদানীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। সোমবার (১০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে এসব আদেশ দেন।এর আগে, দুই আসামিকে পল্টন ও মতিঝিল থানার পৃথক দুই মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।গত ৪ঠা মে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামুনুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারও আগে ২৬শে এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় সাত দিন এবং ১৯শে এপ্রিল মোহাম্মদপুর থানায় চুরি মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন মামুনুল হক।অপরদিকে, গত ২১শে এপ্রিল চার দিন এবং ২২শে এপ্রিল সাত দিনের রিমান্ডে ছিলেন কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী।